ঢাকাসোমবার , ৬ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সোহাগকে দল থেকে বহিষ্কার

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ৬, ২০২৫ ৩:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::  দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশালের বাবুগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব কামরুল হাসান সোহাগকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদুল গণি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী কামরুল হাসান সোহাগকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার সাথে দলীয় কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান সিদ্ধান্তের অনুমোদন দেন। এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসান এ বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।

 

বরিশালের বাবুগঞ্জে কামরুল হাসান সোহাগ ওরফে রাঙা সোহাগের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দোকান ও জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি সাধারণ মানুষের ওপর একের পর এক অত্যাচার ও জুলুম চালিয়ে আসছেন বলে অভিযোগ স্থানীয়দের। বাবুগঞ্জের সাধারণ মানুষের কাছে সোহাগ এখন আতঙ্কের নাম।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেও প্রতিপক্ষের ওপর হামলা চালাতে দ্বিধা করেন না বলে জানা যায়। এদিকে, গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ইয়াবা সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ভিডিওটি যাচাইয়ের পর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

এ বহিষ্কারাদেশের খবরে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির এক সিনিয়র নেতা জানান, কামরুল হাসান সোহাগ এতটাই বেপরোয়া ছিলেন যে দলের সিনিয়র নেতাদের সঙ্গেও তিনি অশালীন আচরণ করতেন। কোনো সমালোচনা শুনলে প্রকাশ্যে নেতাদের লাঞ্ছিত করতেও দ্বিধা করতেন না।

স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ সংগঠনে মাদকাসক্ত, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো স্থান নেই। এ ঘটনার মাধ্যমে আমরা সকল নেতাকর্মীকে সতর্কতার সাথে দলীয় শৃঙ্খলা মেনে রাজনীতি করার আহ্বান জানাচ্ছি।