ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

৪৫% বাড়ি ভাড়া, ১০০% উৎসব ভাতা ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদানের দাবিতে আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ-সমাবেশ

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ১১, ২০২৫ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবদেক :: ৪৫% বাড়ি ভাড়া,১০০% উৎসব ভাতা ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদানের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বরিশাল মহানগর শাখা। ১১ অক্টোবর শনিবার বরিশাল নগরীর টাউন হল চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মামুন উর রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের বরিশাল অঞ্চল তত্ত্বাবধায়ক অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান। আদর্শ শিক্ষক ফেডারেশনের বরিশাল মহানগর সভাপতি অধ্যাপক সুলতানুল আরেফিনের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু, কলেজ শিক্ষক ফেডারেশনের মহানগর সভাপতি অধ্যাপক মোশারফ হোসাইন , মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা ইউসুফ আলী গাজী, মাধ্যমিক শিক্ষক পরিষদ সভাপতি মাস্টার মিজানুর রহমান, কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নিজামুদ্দিন প্রমূখ নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ড.মামুন উর রশিদ বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর তারা কেন রাস্তায় আন্দোলন করবে। সরকার শিক্ষকদের বেতন ভাতার ব্যাপারে কার্যকরী উদ্যোগ গ্রহণ করবে। সরকার এই দাবি না মানলে শিক্ষক সমাজ আন্দোলনের মাঠে কার্যকর ভূমিকা রাখবে,ইনশাআল্লা।