
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করেন, অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র পুনর্গঠনের ৩১ দফা” প্রচার ও জনগণের মাঝে তুলে ধরতে বরিশালে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বরিশাল আদালাত চত্ত্বরে ও বরিশাল জেলা আইনজীবী সমিতির জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের মাঝে লিফলেট বিতরণ করেন সাবেক হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হচ্ছে একটি নতুন বাংলাদেশের রূপরেখা। এটি শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি হচ্ছে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের দিকনির্দেশনা। দেশের প্রতিটি মানুষকে এই দফাগুলো সম্পর্কে জানতে হবে এবং দেশের উন্নয়ন ও পরিবর্তনে অংশ নিতে হবে।
লিফলেট বিতরণ কর্মসূচিতে বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি অ্যাডভোকেট এসএম সাদিকুর রহমান লিংকন সহ মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।