
নিজস্ব প্রতিবেদক :: বিএম কলেজ ছাত্রদল প্রতিনিধি নির্বাচন উপলক্ষে বরিশালে প্রাণবন্ত পরিবেশ, কেন্দ্রীয় সভাপতি রাকিবকে ফুলেল শুভেচ্ছা।
বরিশালে অনুষ্ঠিত হতে যাচ্ছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদল প্রতিনিধি নির্বাচন–২০২৫। এ উপলক্ষে শনিবার সকালে বরিশাল আগমন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তাঁর আগমনকে ঘিরে পুরো বরিশাল মহানগর ছাত্রদল ও জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বরিশাল পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্বাগত অনুষ্ঠানে নেতাকর্মীরা ‘ছাত্রদল ছাত্রদের অধিকার, গণতন্ত্রের অগ্রদূত’ স্লোগানে মুখরিত করে তোলে পুরো পরিবেশ। উপস্থিত ছাত্রনেতারা রাকিবুল ইসলাম রাকিবকে বরিশালের মাটি ও মানুষের পক্ষ থেকে অভিনন্দন জানান এবং আসন্ন প্রতিনিধি নির্বাচনের সুষ্ঠু ও সফল আয়োজনের জন্য একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান। তিনি বলেন, “ছাত্রদল গণতন্ত্রের রক্ষাকবচ। কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে আমরা সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করে তুলব। বরিশাল ছাত্রদল মাঠে থাকবে ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে।
এ সময় কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “ছাত্রদল শুধু একটি সংগঠন নয়, এটি একটি আন্দোলন। এই সংগঠনের প্রত্যেক কর্মী দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামী নির্বাচনে প্রত্যেক প্রতিনিধি ছাত্রদলকে শক্তিশালী করতে নিরলস পরিশ্রম করবেন।”
অনুষ্ঠান শেষে বরিশাল জেলা ছাত্রদল ও বিএম কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ কেন্দ্রীয় সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সংগঠনের চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পরে রাকিবুল ইসলাম রাকিব বিএম কলেজ প্রাঙ্গণে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণকারী ছাত্রনেতাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
নেতৃবৃন্দের ভাষায়, কেন্দ্রীয় সভাপতির এই সফর বরিশাল ছাত্রদলের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তরুণ নেতাদের মধ্যে দেখা গেছে উৎসাহ ও ঐক্যের নবজাগরণ।


