ঢাকাবুধবার , ২৯ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল বিএম কলেজ ছাত্রদলের নির্বাচন : সভাপতি জুবায়ের, সাধারণ সম্পাদক ওয়ালিদ

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ২৯, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::  বরিশাল বিএম কলেজ ছাত্রদলের নির্বাচন : সভাপতি জুবায়ের, সাধারণ সম্পাদক ওয়ালিদ।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের নেতৃত্ব নির্বাচন। ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন রাকিবুল ইসলাম জুবায়ের (৭১৫ ভোট) এবং সাধারণ সম্পাদক হয়েছেন ওয়ালিদ বিন সালাহউদ্দিন (১০৬৪ ভোট)।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে সভাপতি পদে ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন উপলক্ষে বিএম কলেজে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন,

> “আমাদের অঙ্গীকার ছিলো—সারাদেশে ক্যাম্পাসভিত্তিক ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে পরিচালনা করা। বিএম কলেজে আজ সেটিরই সফল উদাহরণ সৃষ্টি হয়েছে। সাধারণ শিক্ষার্থীরাও এতে উচ্ছ্বসিত, কারণ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে।”

 

তিনি আরও বলেন,

> “ভোট গ্রহণ প্রক্রিয়া ছিলো সুষ্ঠু ও সুন্দর। কোনো প্রকার বিশৃঙ্খলা হয়নি। জয়ী-পরাজিত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চালিয়ে যেতে হবে।”

 

রাকিব অতীতের সমালোচনার জবাবে বলেন,

> “আমাদের বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা চালানো হয়েছিল যে, বিএনপি ক্ষমতায় এলে ছাত্রদল ক্যাম্পাসে গেস্টরুম বা গণরুম কালচার চালু করবে। বাস্তবে ছাত্রদল সেসব অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রয়েছে। কোনো অনিয়ম বা অন্যায় আমরা সহ্য করি না। ছাত্র রাজনীতি করতে হলে আচরণে সংযম ও শিক্ষার্থীদের মতামতকেই প্রাধান্য দিতে হবে।”

 

ছাত্রদল নেতা লিমন সাহা কানু জানান, কলেজের কলা ভবন ১ ও ৩ নম্বর ভবনের ৬টি বুথে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন ২৪৯৮ জন, এর মধ্যে ২০১৬ জন ভোট প্রদান করেন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মনজুরুল আলম রিয়াদ এবং প্রধান রিটার্নিং কর্মকর্তা ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল।
নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বিএম কলেজে ভোটের মাধ্যমে ছাত্র নেতৃত্ব নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ও গণতান্ত্রিক চর্চার নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।