ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের উন্নয়ন ও আস্থার প্রতীক এ্যাড. মজিবর রহমান সরোয়ার

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১, ২০২৫ ১২:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

মো: আম্মার হোসেন আম্মান :: বরিশালের উন্নয়ন ও আস্থার প্রতীক এ্যাড. মজিবর রহমান সরোয়ার।

বরিশাল বিএনপির অভিভাবক, সাবেক হুইপ, সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড. মো. মজিবর রহমান সরোয়ার পবিত্র জুমার নামাজ আদায় শেষে কাউনিয়া হাউজিং জামে মসজিদ থেকে বের হয়ে নিজস্ব অর্থায়নে বিসিক বটতলায় নির্মাণাধীন মসজিদ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্পর্কে উপস্থিত জনসাধারণকে অবহিত করেন।

তিনি বলেন, “আমরা জনগণের ভোট ও অধিকার ফিরিয়ে দিতে চাই, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই — এটাই আমাদের অঙ্গীকার।”

এ সময় বরিশালের এই প্রানপ্রিয় নেতার সঙ্গে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মসজিদ নির্মাণ কাজের অগ্রগতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং বরিশালের ধর্মপ্রাণ মুসলমানদের কল্যাণে সবসময় পাশে থাকার আশ্বাস দেন।