
নিজস্ব প্রতিবেদক :: এর নামই জাতীয়তাবাদী শক্তি। এরাই পারে এক যুগের সাংগঠনিক বিরোধ এক মুহূর্তে মুছে ফেলতে। এরাই পারে লাশের পাশে দাঁড়িয়ে সবাই এক হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করতে।
গতকাল বাদ আসর বিএম স্কুল প্রাঙ্গণে বিএনপি নেতা মনিরের জানাজা শেষে এমনই এক অভাবনীয় দৃশ্যের অবতারনা হয়।
জানাজার নামাজ শেষে বিএনপি’র সদর আসনের প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা, চারবারের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের হাতে হাত মিলিয়ে মহানগর বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক এবং সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার দীর্ঘদিনের মনোমালিন্যের অবসান ঘটান। ঐক্যের প্রতীক ধানের শীষের বিজয় কেতন উড়িয়ে দেন তারা।
আকস্মিক এই মহামিলনের খবরে সারা বরিশালের জাতীয়তাবাদী শক্তি যেন গণজোয়ারে পরিণত হয়। দীর্ঘদিনের রাজনৈতিক দূরত্ব পেরিয়ে এই মিলনকে কেন্দ্র করে দলীয় নেতা–কর্মীদের মধ্যে আনন্দ ও স্বস্তির সঞ্চার হয়।
জানা যায়, মনোনয়ন পাওয়ার পরই এ্যাড. মজিবর রহমান সরোয়ার মহানগর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেন। যার পূর্ণ অবসান ঘটে গতকাল বিএনপি নেতা মনিরের জানাজা শেষে।
প্রমাণ হয়ে গেছে, দলের নেতা বা কর্মীর বিদায়ের মুহূর্তেও বরিশাল বিএনপি এমন ঐক্যের উদাহরণ সৃষ্টি করতে পারে। মনিরের বিদায়ে যেমন অশ্রুসজল চোখে দোয়া ছিল, তেমনি তার আত্মার শান্তি বয়ে আনলো দলীয় ঐক্যের বার্তা।
ধানের শীষের ঐক্যতান ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো বিএম স্কুল প্রাঙ্গণ। মহানগর থেকে সদর আসন পর্যন্ত নেতাকর্মীদের মুখে ফুটে ওঠে মহামিলনের হাসি।
আজ সকাল ১১টায় বরিশাল টাউন হলে এ্যাড. মজিবর রহমান সরোয়ারের সঙ্গে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
সেখানেও বাজবে ঐক্যের সুর—জাতীয়তাবাদী শক্তির নবজাগরণের বাশি।
আগামীকালের বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিও পরিণত হতে পারে ঐক্যের নতুন অধ্যায়ে—ধানের শীষের রঙে রাঙানো মহামিলন।


