ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আমরা জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করছি, সরোয়ার

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ৬, ২০২৫ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল-৫ (সদর) আসন থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়ায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন-আমরা জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করছি। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এগিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করছি জনগণই ক্ষমতার উৎস, এটা আজ আবারও প্রমাণিত হয়েছে।

বরিশাল মহানগর ও জেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে দলের নেতাকর্মীদের সাথে বৃহস্পতিবার দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মজিবর রহমান সরোয়ার আরও বলেছেন-আমি সবসময় জনগণের পাশে থেকেছি, আগামীতেও থাকবো। বরিশালের উন্নয়নমানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার উন্নয়নের ধারার ধারাবাহিকতা।

তিনি আরও বলেছেন-বিএনপির সময়ে বরিশাল বিভাগ হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেডিও স্টেশনসহ বহু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। ভবিষ্যতেও অবশিষ্ট উন্নয়নের কাজগুলো সম্পন্ন করা হবে।

মজিবর রহমান সরোয়ার আরও বলেন, দেশের মানুষ ১৬ বছর ভোট দিতে পারেনি। মানুষ মুখিয়ে আছে ভোট দেয়ার জন্য। বিএনপিকে বিজয়ী করার জন্য এখন সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মজিবর রহমান সরোয়ার বলেন-বরিশালের বিএনপিতে অতীতের ন্যায় আর কোনদিন গ্রুপিং হতে দেবোনা। সবাইকে নিয়ে আমরা একটি সুখী সমৃদ্ধ বরিশাল গড়ে তুলবো।

মতবিনিময় সভার শুরুতে জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দরা মজিবর রহমান সরোয়ারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। সভায় উপস্থিত সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে হাতে হাত রেখে প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

সভায় মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা বলেন, বরিশাল থেকে বিএনপির একাধিক প্রার্থী থাকলেও দলের নির্দেশে দল থেকে যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বরিশার মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মহানগরের সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার, জেলার সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ নুরুল আমীন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি নুরুল আলম ফরিদসহ অন্যান্যরা। সভায় জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিক দল, মহিলাদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।