ঢাকারবিবার , ৯ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ৯, ২০২৫ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বাকেরগঞ্জে ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার।

বরিশালের বাকেরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে ‘ডেভিল হান্ট’-এ আওয়ামী লীগের পাঁচ জন স্থানীয় নেতা গ্রেফতার হয়েছেন।

গতকাল বুধবার (৫ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, সম্প্রতি এলাকায় নাশকতা ও সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাকেরগঞ্জ পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন কলসকাঠী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি নেছার উদ্দিন খান, পৌর যুবলীগের দপ্তর সম্পাদক, সাবেক পৌর কাউন্সিলর খান সেলিম, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম হাওলাদার, যুবলীগ নেতা মোঃ সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইউসুফ হাওলাদার।

পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তদন্তাধীন অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম আজাদ জানান, “ডেভিল হান্ট অভিযানের লক্ষ্য হলো এলাকার অপরাধচক্র ও রাজনৈতিক ছত্রছায়ায় থাকা দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা। কাউকে রাজনৈতিক পরিচয়ে নয়, অপরাধের প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের **বৃহস্পতিবার সকাল ১০টায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”

এদিকে, স্থানীয় আওয়ামী লীগ নেতারা দাবি করছেন, তাদেরকে রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।