ঢাকাসোমবার , ১০ নভেম্বর ২০২৫

জামায়াতের ২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১০, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: জামায়াতের ২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান।

জামায়াতের ২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নে জামায়াতে ইসলামী থেকে প্রায় দুই শতাধিক নেতা-কর্মী ও সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার রাতে ইউনিয়নের বিভিন্ন গ্রামের এসব নেতা-কর্মী কোটচাঁদপুর–মহেশপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেহেদী হাসান রনির হাতে হাত রেখে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে মেহেদী হাসান রনি বলেন, ‘দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির বিকল্প নেই। মানুষ এখন পরিবর্তন চায়, তাই দলে দলে বিএনপিতে যোগ দিচ্ছে।’

তবে স্থানীয় জামায়াত নেতারা দাবি করেছেন, ঘটনাটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তাঁদের মতে, যাঁরা যোগ দিয়েছেন তাঁদের কেউ আগেও আওয়ামী লীগ বা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তাঁরা সকলে জামায়াতের কর্মী নন।

যোগদানকারী এক সাবেক জামায়াত কর্মী বলেন, ‘আমরা দীর্ঘ ৪০ বছর জামায়াতের রাজনীতি করেছি, হামলা-মামলার শিকার হয়েছি। এখন মেহেদী হাসান রনির নেতৃত্বে বাকি জীবন বিএনপির রাজনীতি করতে চাই।’

অনুষ্ঠানে ঝিনাইদহ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেহেদী হাসান রনি ছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।