ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটসহ ৫ দফা দাবিতে বরিশালে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ ও মিছিল

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১৫, ২০২৫ ১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে বরিশাল টাউন হলের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বরিশাল মহানগর জামায়াতে ইসলামী। শুক্রবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃবৃন্দ সরকারের বর্তমান নির্বাচন ব্যবস্থাকে অস্বচ্ছ ও অগণতান্ত্রিক উল্লেখ করে অবিলম্বে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, “বর্তমান সরকার তিনটি মৌলিক দায়িত্ব নিয়ে ক্ষমতায় এসেছিল। কিন্তু জনগণের দাবিকে উপেক্ষা করে এখন তারা নির্বাচন ও গণভোট একসাথে করার অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। কার পরামর্শে তারা এই সিদ্ধান্ত নিয়েছে জাতি জানতে চায়। গণভোট ছাড়া জনগণের ম্যান্ডেট নির্ধারণ সম্ভব নয়।”

আরও দেখুন
বরিশাল দর্শনীয় স্থান
ক্যামেরা ও রেকর্ডিং ডিভাইস
ইসলাম বিষয়ক
আন্তর্জাতিক সংবাদ
আত্মরক্ষা প্রশিক্ষণ
বরিশালের
ব্যক্তিগত সুরক্ষা অ্যালার্ম
সংবাদপত্রের সাবস্ক্রিপশন
ক্রাইম রিপোর্টিং কোর্স
বাংলাদেশ ভ্রমণ
কর্মসূচির প্রধান অতিথি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, “নির্বাচনের আগে গণভোট হওয়া অত্যন্ত জরুরি, না হলে বহু ত্যাগের বিনিময়ে অর্জিত জুলাই সনদ অর্থহীন হয়ে পড়বে। আমরা লক্ষ্য করছি সরকার জুলাই সনদ নিয়ে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। তারা কেন পিছু হটলো? জনগণের সামনে সত্যটি পরিষ্কার করা তাদের দায়িত্ব। প্রয়োজনে আমরা আরও ত্যাগ স্বীকার করে এই বিপ্লবকে রক্ষা করবো।”

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ অচিরেই আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে, যা বাস্তবায়ন করে আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থাকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগরের নায়েবে আমীর মাহমুদুল হোসাইন দুলাল বলেন, “গণভোট ছাড়া জাতীয় সমস্যার সমাধান সম্ভব নয়। জনগণই রাষ্ট্রের মালিক এই অধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

সমাবেশ শেষে বরিশাল টাউন হল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিবির পুকুরপাড় হয়ে কোতোয়ালি থানার সামনে থেকে পুনরায় টাউন হলে এসে শেষ হয়। এতে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক নেতাকর্মী অংশ নেন। নেতৃবৃন্দ ঘোষণা করেন ৫ দফা দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।