ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

লঞ্চের ধাক্কায় নিহত রমজান : অসহায়পরিবারের পাশে ইয়ুথনেট গ্লোবাল

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ২৭, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলার লাহারহাট এলাকায় নদীতে মাছ ধরতে গিয়ে লঞ্চের ধাক্কায় নিহত রমজানের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট গ্লোবাল। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০ টায় সংগঠনটির পক্ষ থেকে রমজানের পরিবারের হাতে জীবিকা নির্বাহের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। মান্তা সম্প্রদায়ের মানুষের জীবন বরাবরই প্রতিকূলতার সাথে লড়াই করে এগিয়ে যাওয়া। নদীর ঢেউ, অনিরাপদ কর্মপরিবেশ, অস্থির আয় এবং প্রাকৃতিক দুর্যোগ—এসবই তাদের দৈনন্দিন বাস্তবতা। ঠিক এমনই প্রতিকূলতার মধ্যেই গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ ভোররাতে মাছ ধরতে নামার পর অজ্ঞাত একটি লঞ্চ রমজানের নৌকাকে ধাক্কা দিলে মুহূর্তেই তা ডুবে যায়। সাঁতার জানলেও উত্তাল নদীর শক্তিশালী স্রোতের কারণে আর ফিরে আসতে পারেননি তিনি। পরিবারের একমাত্র উপার্জনকারী রমজানের মৃত্যু তাঁর স্ত্রী ও তিন বছরের শিশুকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। ঘটনাটি নজরে এলে ইয়ুথনেট গ্লোবাল দ্রুত উদ্যোগ নেন এবং মানবিক সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন–এর সাথে যোগাযোগ করেন। পরিস্থিতি পর্যালোচনা করে ফাউন্ডেশনটি ইয়ুথনেট গ্লোবালের মাধ্যমে রমজানের পরিবারের জন্য একটি ইঞ্জিনচালিত নৌকা, নতুন মাছ ধরার জাল এবং কিছু রান্নার প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করে। যার ফলে রমজানের স্ত্রী সন্তানকে নিয়ে আবারও জীবিকা পুনর্গঠনের সুযোগ পেয়েছেন। ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ বলেন— “২০১৬ সাল থেকে মান্তা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আমরা কাজ করছি। রমজানের মর্মান্তিক মৃত্যু আমাদের গভীরভাবে নাড়া দিয়েছে। একটি পরিবারকে সহায়তা মানে শুধু খাবার দেওয়া নয়—তাদের আবার দাঁড়িয়ে যাওয়ার শক্তি দেওয়া। তাই দীর্ঘমেয়াদি জীবিকার নিশ্চয়তার জন্য নৌকা ও জালসহ পূর্ণ সহায়তা করেছি। ভবিষ্যতেও আমরা শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে তাদের পাশে কাজ করে যেতে চাই।” রমজানের পরিবারের জন্য এই সহায়তা শুধু একটি বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়ানো নয়; বরং দীর্ঘদিন ধরে বঞ্চিত মান্তা জনগোষ্ঠীর প্রতি একটি গুরুত্বপূর্ণ মানবিক বার্তা— “সমাজের প্রান্তিক মানুষের জীবনও আমাদের সমান মূল্যবান।