
নিজস্ব প্রতিবেদক :: বিএনপিসহ সমমনা দলের ডাকা ১১তম ধাপের অবরোধ সফল করতে বরিশালে মশাল মিছিল করেছে বিএনপি। সোমবার রাতে মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদারের নেতৃত্বে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রূপাতলী এলাকায় এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রূপাতলী হাউজিং এলাকার গিয়ে শেষ হয়।
এর আগে, রূপাতলী এলাকায় মশাল ফেলে অবরোধ সৃষ্টি করেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মশাল সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ ছাড়া ওইদিন সন্ধ্যা ৬টায় মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ড বিএনপি পটুয়াখালী সড়ক এবং সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর নতুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ঝটিকা মশাল মিছিল করে মহানগর যুবদল।