
কাউখালী প্রতিনিধি :: ক্ষণ গননার দিন শেষ মাত্র ১দিন বাকী থাকতেই পিরোজপুরের কাউখালী বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্বাগত জানানোর জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক, প্রচার প্রচারণা, জনসমাগম, লিফলেট বিতরণসহ ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে ঢাকার উদ্দেশ্যে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসন থেকে ১০ সহস্রাধিক নেতা-কর্মী ৩টি ৩তলা বিশিষ্ট লঞ্চযোগে রওয়ানা দিবেন। এ উপলক্ষে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপজেলা বিএনপি ও যুবদলের উদ্যোগে বিশাল আনন্দ মিছিল বের করা হয়েছে। মিছিলে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস.এম আহসান কবীর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান মামুন, সদস্য সচিব শারিফুল আজম সোহেল সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ আহম্মেদ সোহেল মনজুর সুমন জানান, তারেক রহমানকে অভ্যর্থনার জন্য সবোর্চ্চ পর্যায়ের নেত-কর্মীদের সাথে নিয়ে ঢাকায় সভাস্থলে উপস্থিত থাকবো আশা প্রকাশ করছি।


