
নিজস্ব প্রতিবেদক :: দেশজুড়ে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত। পৌষের এই কনকনে শীতের বৈরী আবহাওয়ায় ছিন্নমূল, অসহায় ও দুস্থ শীতার্তদের পাশে দাঁড়ালেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ও পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলামের সহধর্মিনী জাকিয়া সুলতানা।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সে নগরীর বিভিন্ন এলাকার ছিন্নমূল, গৃহহীন, অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইনের সহধর্মিনী তানিয়া সুলতানা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) পলাশ কান্তি নাথের সহধর্মিনী মৌমিতা সাহা রিংকি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সাখাওয়াত হোসেনের সহধর্মিনী সানজিদা হক তিন্নি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিএসবি) আনিসুর রহমানের সহধর্মিনী নুসরাত ফাতেমা অনন্যা, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) মোঃ মশিয়ার রহমানের সহধর্মিনী মরিয়ম আক্তার মীরা, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি) অলক কান্তি শর্মার সহধর্মিনী বর্ণা চক্রবর্ত্তী, সহকারী পুলিশ কমিশনার (বন্দর) মার্জিয়া রহমানসহ পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগণ।


