
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরী থেকে মানবের একটি মাথার খুলি উদ্ধার।
নগরীর টিটিসি (কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র) এলাকা থেকে একটি পুরনো মানব কঙ্কালের মাথার খুলি উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ ঘটনাকে ঘিরে এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) বিকেলে টিটিসি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আশপাশে ঘোরাফেরার সময় এক ব্যক্তি পরিত্যক্ত স্থানে মানুষের মাথার একটি কঙ্কাল দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯—এ ফোন করে পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালের ওই অংশটি উদ্ধার করে। প্রাথমিক পর্যবেক্ষণে পুলিশ ধারণা করছে, উদ্ধারকৃত কঙ্কালটি অনেকদিন আগের এবং এটি মানুষের মাথার একটি অংশ।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল মামুন—উল ইসলাম, জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কঙ্কালটি পুরনো। এটি মানব এর মাথার খুলি তবে কোথা থেকে এসেছে এ বিষয়ে তদন্ত চলছে। মাথার খুলি উদ্ধার করে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।”তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


