ঢাকাশনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

অষ্টম বেকুটিয়া বাংলাদেশ চীন মৈত্রী সেতু আলোহীন : ঘটছে দুর্ঘটনা, ঝুঁকি প্রতিদিন 

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ২৭, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :: বরিশাল বিভাগের পিরোজপুরের কাউখালী প্রান্তে কঁচা নদীর উপর নির্মিত দেশের গুরুত্বপূর্ণ ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী বেকুটিয়া সেতুর প্রায় ৭৫০ মিটার বৈদ্যুতিক তার ছয় মাস আগে চুরি হয়ে গেছে। এতে করে সেতুর প্রায় দেড়  কিলোমিটার অংশে মাসের পর মাস বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ফলে চলাচলকারীরা এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে সাধারণ মানুষের ভিতরে ছিনতাই ও চুরির আতঙ্ক। এমনকি রাত গভীর হলে চলে মাদক বেচাকেনা।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বরাতে জানা গেছে, গত ১৮ জুলাই রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা সেতুর বৈদ্যুতিক সংযোগ বক্স থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে মাটির নিচে স্থাপিত মূল্যবান ৭৫০ মিটার কেবলগুলো কেটে নিয়ে যায়। এর ফলে সেতুর কাউখালী প্রান্তের অর্ধেকের বেশি এলাকায় ল্যাম্প পোস্ট নিভে যায় এবং রাতের বেলায় পুরো অংশ অন্ধকারে ডুবে যায়।
২০২২ সালে নির্মিত খুলনা-বরিশাল মহাসড়কের সংযোগস্থল অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী বেকুটিয়ে সেতু। পিরোজপুর জেলা শহরে বিনোদনের উল্লেখযোগ্য কোনো স্থান না থাকায় সদর উপজেলাসহ আশেপাশের মানুষেরা সন্ধ্যার পরে ঘুরতে যান বেকুটিয়া সেতুর নিচে কাউখালী প্রান্তে। ব্রিজে আলোর ব্যবস্থা না থাকায় ছিনতাই ও চুরির আতঙ্ক নিয়ে পার হতে হয় এই সেতু। তবে ছয় মাস অতিবাহিত হলেও এখনো কর্তৃপক্ষ এ সমস্যার সমাধান করতে পারেনি।
চীন সরকারের সহায়তায় নির্মিত অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুটি ২০২২ সালের ৪সেপ্টেম্বর উদ্বোধন করা হয়। বর্তমানে সেতুটি বেনাপোল–খুলনা–বরিশাল–কুয়াকাটা রুটের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। সন্ধ্যা হলেই সেতুর কাউখালী অংশে প্রায় এক কিলোমিটার এলাকা সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে, ফলে দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন চালক ও যাত্রীরা।
স্থানীয়রা অভিযোগ করেন, সন্ধ্যার পর এই অন্ধকার অংশ দিয়ে গাড়ি চলাচলে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। দ্রুত বিদ্যুৎ লাইন সচল না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি ছিনতাই ডাকাতির আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের ভিতরে। আগে বিভিন্ন জেলা উপজেলা থেকে পরিবার নিয়ে মানুষ বিকেলে সেতুতে ঘুরতে আসলেও এখন অন্ধকারের কারণে অনেকে আসতে ভয় পাচ্ছেন, কমছে দর্শনার্থীদের সংখ্যাও। এমনকি রাত গভীর হলেই মাদকের আড্ডা বসে এখানে। কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এ সমস্যার সমাধান হচ্ছে না বলে দাবি স্থানীয়দের। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ কমানোর দাবি চলাচলকারীদের।
পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে আমরা পল্লী বিদ্যুতের মাধ্যমে প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে সংযোগপূর্ন স্থাপনের প্রক্রিয়া কাজ চলমান রয়েছে। এছাড়াও ৭৫০মিটার তার চুরি হওয়ায় একটি মামলা করা হয়েছে। যত দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান করা হবে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, বেকুটিয়া ব্রিজে রাতে পুলিশ টহল জোরদার করা হয়েছে।