ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বিএমএসএফ এর যুগ্ম সম্পাদক আরিফ রহমান এর সফল অস্ত্রোপাচার

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ২৮, ২০২৫ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বিএমএসএফ এর যুগ্ম সম্পাদক আরিফ রহমান এর সফল অস্ত্রোপাচার।

 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক আরিফ রহমান খুবই অসুস্থ।

জানা গেছে, তিনি দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভূগছিলেন। হাঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শহরের মমতা ক্লিনিক এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তার শরীরে অস্ত্রোপচার করা হয়। তিনি এখন
প্রফেসর ডক্টর নাজিমুল হকের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

খবর পেয়ে গত ২৭ ডিসেম্বর রাতে বিএমএসএফ এর জুম মিটিংয়ে সংগঠনের অর্থ সম্পাদক সোহেল পারভেজ এর প্রস্তাবনায় সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আরিফ রহমানের সুস্থতার জন্য দোয়া করা হয়। এবং সংগঠনের কেন্দ্র, বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দের নিকট দোয়া প্রার্থনা করা হয়।

আরিফ রহমান দীর্ঘ ২৩ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি আইটিবি বাংলার প্রধান সম্পাদক, সাহিত্য পত্রিকা মুক্ত বুলির নির্বাহী সম্পাদক ও ইংরেজি দৈনিক সিটিজেন টাইমস এর সিনিয়র সাব এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সাংবাদিকতা জীবনের শুরু ২০০২ সাল থেকে। বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সত্য সংবাদ, জাতীয় দৈনিক খবর,এটিএন বাংলা, দিগন্ত টিভি, রিপোর্ট ৭১, জাতীয় দৈনিক বর্তমান,জাতীয় ইংরেজি দৈনিক নিউজ টুডে, জাতীয় দৈনিক ইংরেজী ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস,জাতীয় দৈনিক ইংরেজি দ্যা অরিয়েন্টেশন, জাতীয় দৈনিক সংবাদপত্র, জাতীয় দৈনিক আমাদের সময়,জাতীয় দৈনিক বিজনেস বাংলাদেশ, বরিশাল প্রতিদিন, দৈনিক আজকাল, আই টিভি বাংলা, দৈনিক বরিশাল সময়, বরিশাল লাইভ 24.com, বরিশাল সংবাদ টুয়েন্টিফোর ডটকম, একাধিক প্রতিষ্ঠিত জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সাংবাদিকতার বিভিন্ন পর্যায়ে তিনি ব্যুরো চিফ,এসিস্ট্যান্ট ব্যুরো চীপ, স্টাফ রিপোর্টার,বিশেষ প্রতিনিধি, সিনিয়র ক্রাইম রিপোর্টার,জেলা প্রতিনিধি, চীপ রিপোর্টার, প্রধান সম্পাদক,নির্বাহী সম্পাদক, যুগ্ম সম্পাদক,সিনিয়র সহ সম্পাদক হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন। সাংবাদিক সমন্বয় পরিষদ বরিশাল এর সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, বিদ্রোহী কবি কাজী নজরুল ইনস্টিটিউটের আজীবন সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, সাংবাদিক ইউনিয়নের সদস্য, এছাড়া ও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মিয় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বিএমএসএফ বরিশাল জেলা কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান বিএমএসএফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রম ও সহযোগিতা করে থাকেন। তিন ধার্মিক এবং সাদা মনের একজন মানুষ, তার পরিবারের পক্ষ থেকে সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। আমরা তার দ্রুত সুস্থতা ও মঙ্গল কামনা করছি। আল্লাহ পাক তাকে অতি তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেউক।