
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল ৫ ও ৬ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মুফতী ফয়জুল করীম।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-০৫ ও বরিশাল-০৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।
নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর ও জেলা শাখার শীর্ষ নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মুফতী ফয়জুল করীম বলেন, “দেশে ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশ নিচ্ছে। জনগণের অধিকার রক্ষা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, বরিশালের মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাস্তবভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করবে।
মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, জনগণের সমর্থনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ দুটি আসনে শক্ত অবস্থান গড়ে তুলবে।


