
নিজস্ব প্রতিবেদক :: ইসলামী ও সমমনা দলের আসন সমঝোতায় বরিশালের ছয়টি আসনের মধ্যে ১, ২ ও ৫ আসন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ছেড়ে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
সূত্রে জানা গেছে ১,২ ও ৫ আসনে দলীয় প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল করার জন্য কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এসব আসন সমূহের জামায়াত নেতা-কর্মীরাও তাদের আসন নিশ্চিত হয়েছে মর্মে সোস্যাল মিডিয়ায় পোস্ট করেছে।
সরেজমিন বিশ্লেষণে দেখা গেছে, এসব আসন সমূহে জামায়াতের সাংগঠনিক অবস্থান খুবই দূর্বল। অপরদিকে বরিশালের ছয়টি আসনের মধ্যে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে জামায়াতের সাংগঠনিক অবস্থান খুবই মজবুত।
অথচ আসন সমঝোতায় বরিশাল-৪ আসন জামায়াত না রাখার গুঞ্জনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে সোস্যাল মিডিয়ায় বরিশাল-৪ ছেড়ে দিয়ে বরিশাল-৫ নেওয়া জামায়াতের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত বলে নেটিজেনরা মন্তব্য করেছেন।
এই নিয়ে খোদ জামায়াত নেতা-কর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে কিন্তু তারা দলীয় ফাইনাল সিদ্ধান্ত না আসার আগ পর্যন্ত কেউ মন্তব্য করতে রাজি হয়নি।
রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে বরিশাল ১,২ ও ৫ আসনে জামায়াত প্রার্থীর বিজয়ী হওয়া কঠিন হবে। তবে বরিশাল-৪ আসনে জামায়াত প্রার্থী দিলে বিজয়ী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।


