ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁও ইউনিভার্সিটির এলএলবি সমাবর্তনে স্বর্ণপদক পেলেন, জিয়াউদ্দিন সিকদার

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ২৯, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: সোনারগাঁও ইউনিভার্সিটি (এসইউ) কর্তৃক আয়োজিত এলএলবি (অনার্স) ২য় সমাবর্তন অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ‘স্বর্ণপদক’ অর্জন করেছেন মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা সময় ঢাকার বসুন্ধরাস্থ ঢাকা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ডিগ্রি প্রদান করা হয়।

এসময় আইন অনুষদে অসাধারণ একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ মো. জিয়াউদ্দিন সিকদার জিয়াকে স্বর্ণপদক প্রদান করা হয়।

উল্লেখ্য, মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এ অর্জনে রাজনৈতিক অঙ্গনসহ শিক্ষা ও সামাজিক মহলে ব্যাপক আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক নেতা, সহকর্মী, শুভানুধ্যায়ী ও শিক্ষানুরাগীরা তাঁকে অভিনন্দন জানিয়ে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।