
পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন আহম্মদ সোহেল মনজুর সুমন।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে পিরোজপুর জেলা নির্বাচন অফিসে এ মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।
মনোনয়নপত্র দাখিল উপলক্ষে এক শুভেচ্ছা ও দোয়া প্রার্থনায় তিনি এলাকার সর্বস্তরের জনগণের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেন। তিনি সমাজের সম্মানিত প্রবীণ নাগরিক, মাননীয় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকসমাজ, ইমাম ও আলেমগণ, ব্যবসায়ী সমাজ, ছাত্র-ছাত্রী, নারী-পুরুষসহ প্রথমবারের ভোটার এবং সকল ধর্ম ও বিশ্বাসের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, জনগণের ভালোবাসা, দোয়া ও নৈতিক সমর্থন তাকে জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের সংগ্রামে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্যের ভিত্তিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে।
শেষে তিনি মহান আল্লাহ তায়ালার নিকট সকলের হেফাজত কামনা করেন এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার তৌফিক প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত বিএনপি নেতারা নির্বাচন কমিশনের সব নির্দেশনা ও আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।


