
নিজস্ব প্রতিবেদক :: বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আশিকুল ইসলাম আজাদের গভীর শোক প্রকাশ।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বানারীপাড়া পৌরসভা আগামী নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আশিকুল ইসলাম আজাদ।
এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন প্রবীণ রাজনৈতিক নেত্রীকে হারালো, যা জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
আশিকুল ইসলাম আজাদ বানারীপাড়ার একজন পরিচিত মুখ। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং মেসার্স আশিক ইলেকট্রনিকস-এর স্বত্বাধিকারী, আজকের ক্রাইম টাইমস পত্রিকার সহ-সম্পাদকের দায়িত্ব আছেন । শোকবার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি আরও বলেন, এই শোকের মুহূর্তে আল্লাহ তায়ালা যেন পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের শক্তি দান করেন।


