ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল-৫ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন জামায়াতের প্রার্থী মুয়াযয্ম হোসাইন হেলাল

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ৩০, ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল সদর আসনে এ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার দুপুর ১২টায় বরিশাল জেলা প্রশাসক বরাবর এ মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়ন পত্র জমা দিয়ে তিনি বলেন-আমরা আশা করি এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, দেশের জনগন ভোট দিবে এবং তাদের প্রত্যাশিত জনপ্রতিনিধি নির্বাচন করে বাংলাদেশকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ বিনির্মাণ এবং লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলবে।

তিনি বলেন- নির্বাচনী পরিবেশ ভালোই দেখছি কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড নেই। জাতীয় পর্যায় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত বিভিন্নভাবে ইনসাফের পাল্লা একটু কাঁত হয়ে যাচ্ছে মনে হয়। আমরা দেখি অনেকে নিরাপত্তা পায় আর অনেকে নিরাপত্তা পায় না। এজন্য সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দরকার। এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ বাবর, নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন, সেক্রেটারি অধ্যাপক মাওলানা মতিউর রহমান, কর্মপরিষদ সদস্য শামীম কবির, অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, আবুল খয়ের শহীদিসহ অনন্য নেতৃবৃন্দ।