ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের ঐতিহ্যবাহী ‘সেতুবন্ধন ক্লাব ও পাঠাগার’র সভাপতি নির্বাচিত হলেন, সাংবাদিক কাজী রাসেল

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১০, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলার ২ নং কাশিপুর ইউনিয়নের গরিয়ারপাড় এলাকার ঐতিহ্যবাহী ‘সেতুবন্ধন ক্লাব ও পাঠাগার’র সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক কাজী আব্দুল্লাহ আল রাসেল। শনিবার (১০ জানুয়ারি) দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনা কমিটি ফল ঘোষণা করে।

ঘোষিত ফলাফল অনুযায়ী- কাজী আব্দুল্লাহ আল রাসেল ৭৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী মতিয়ার রহমান পেয়েছেন ৬৬ ভোট।

এছাড়াও সহ-সাধারণ সম্পাদক পদে ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মেহেদি হাসান ফারুক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী জামসেদ আলম তুহিন পেয়েছেন ৭১ ভোট।

স্বাস্থ্য ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জালাল আহমেদ টিটু। র নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হাসান রনি পেয়েছেন ৪৩ ভোট।

অন্যদিকে কার্যনির্বাহী সদস্য পদে মোঃ জসিম উদ্দিন, শামিম আকন, শহীদুল ইসলাম, অরুন কুমার খাসকেল নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি কাজী আব্দুল্লাহ আল রাসেল বলেন, ‘ক্লাব সদস্যদের আস্থা ও ভালোবাসায় আমি আবারও এ দায়িত্ব পেয়েছি। দক্ষতা কাজে লাগিয়ে সেতুবন্ধন ক্লাব ও পাঠাগারকে আরও আধুনিক ও সদস্যবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।’

নির্বাচনে অংশ নেওয়া সাধারণ সদস্যরা প্রক্রিয়াটিকে সুশৃঙ্খল ও স্বচ্ছ বলে মন্তব্য করেছেন। একজন জ্যেষ্ঠ সদস্য বলেন, ‘দীর্ঘ সময় ধরে ভোটগ্রহণ চললেও পুরো প্রক্রিয়া ছিল অত্যন্ত সংগঠিত। সদস্যদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।’

উল্লেখ্য, কাজী আব্দুল্লাহ আল রাসেল ক্লাবটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক আজকের বার্তা পত্রিকার সম্পাদক প্রয়াত সাংবাদিক কাজী নাসির উদ্দিন বাবুলের বড় ছেলে। পারিবারিকভাবেই সেবামূলক কাজে যুক্ত রাসেল দীর্ঘদিন ধরে এই ক্লাবের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন।

এবারের নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ২ জন এবং ৪টি কার্যনির্বাহী সদস্য পদের বিপরীতে ৫ জন প্রার্থী লড়াই করছেন। তবে সাধারণ সম্পাদক পদে অন্য কোনো প্রার্থী না থাকায় বর্তমান সম্পাদকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বহাল থাকছেন।