ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জ ও হিজলায় ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১৩, ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলা ছাত্রদলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজিব আহসান। এ সময় তাকে প্রতীকী ধানের শীষ উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে ধানের শীষের প্রতীক উপহার দেন বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিক ইসলাম ইমরান।
প্রশিক্ষণ কর্মশালায় ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে প্রধান অতিথি রাজিব আহসান বলেন, দেশ গঠনে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রদল সবসময় গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। আগামীর বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে সুসংগঠিত ও সচেতনভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীরা সংগঠনের আদর্শ, রাজনৈতিক দায়িত্ব ও দেশ গঠনে তাদের করণীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করবে।
কর্মশালায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের ও মেহেন্দিগঞ্জ এবং হিজলা উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা এমন প্রশিক্ষণ কর্মশালা ভবিষ্যতেও অব্যাহত রাখার দাবি জানান।