
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা আগামীকাল।
মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) শোভাযাত্রা করবে বাংলাদেশ আওয়ামী লীগ।
কেন্দ্রীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে আগামীকাল বরিশালেও বিজয় শোভাযাত্রার আয়োজন করেছেন আওয়ামী লীগ।
বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সকাল ১১ টায় দলীয় কার্যালয় থেকে এ বিজয় শোভাযাত্রা শুরু হবে।
১৮ ডিসেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন।