ঢাকাবৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আবারও শুরু বিশ্বজুড়ে করোনা আতঙ্ক

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ২১, ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: আবারও শুরু বিশ্বজুড়ে করোনা আতঙ্ক

পুরো বিশ্বে আতঙ্ক ছড়িয়েছিল করোনাভাইরাস। যার প্রভাবে প্রাণ হারায় অসংখ্য মানুষ। দীর্ঘদিন যাবত প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ না থাকলেও আবারও সংক্রমণ হচ্ছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও চীনসহ বেশ কয়েকটি দেশে সংক্রমণ হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডব্লিউএইচও জানিয়েছে, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের সাব-ভ্যারিয়েন্ট জেএন.ওয়ান দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, জেএন.ওয়ান সাব-ভ্যারিয়েন্ট ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ আরও বেশ কয়েকটি দেশে পাওয়া গেছে।

এই মুহূর্তে জনস্বাস্থ্যে ঝুঁকি কম এবং বর্তমান টিকাগুলো এর প্রতিরোধে কাজে আসবে উল্লেখ করে ডব্লিউএইচও বলেছে, তবে শীতে করোনা ও অন্যান্য সংক্রমণ ব্যাধি ছড়ানোর আশঙ্কা আছে।

যুক্তরাষ্ট্র-চীনসহ কয়েকটি দেশে আবারও করোনা আতঙ্ক
সংস্থাটি আরও জানায় যে তারা জেএন.ওয়ানসহ ওমিক্রনের অন্যান্য সাব-ভ্যারিয়েন্টের ছড়িয়ে পড়ার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

জেএন.ওয়ান পৃথিবীর অনেক দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে জানিয়ে সংস্থাটি বলেছে, তবে এখনো আতঙ্কিত হওয়ার মতো কিছু পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসিপি) জানিয়েছে, জেএন.ওয়ান এখন যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে পড়ছে। দেশটির মোট সংক্রমণের মধ্যে ১৫ থেকে ২৯ শতাংশ এই সাব-ভ্যারিয়েন্টের কারণে হয়েছে।