
নিউজ ডেস্ক :: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রপ্তানিমুখী টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ওই কারখানার কেমিক্যাল গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৩ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার তারাবো পৌরসভার আরিয়াব এলাকায় অবস্থিত এইচ এস টেক্সটাইল মিল নামের কারখানায় এ আগুন লাগে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএমডি ফখরুল ইসলাম জানান, এইচ এস টেক্সটাইল কারখানার কেমিক্যাল গুদামের একটি কক্ষে হঠাৎ করে আগুন লেগে যায়। পরে আগুনের লেলিহান শিখা গুদামজুড়ে ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও ডেমরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গুদামে থাকা কেমিক্যাল ও কাপড় পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষতির পরিমাণ এখন বলা যাচ্ছে না।
এই বিষয়ে কারখানাটির ডেপুটি জেনারেল ম্যানেজার মনিরুজ্জামান বলেন, ‘গুদামে শুধু কাপড় ছিল। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও আমরা নির্ধারণ করতে পারিনি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’