ঢাকাসোমবার , ১ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল বিএম কলেজের বিপ্রজিৎ এখন বিসিএস ক্যাডার

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১, ২০২৪ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিএম কলেজের বিপ্রজিৎ এখন বিসিএস ক্যাডার।

 

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিপ্রজিৎ মজুমদার। সম্প্রতি প্রকাশিত ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর আগে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী এবং মোংলা বন্দরে জুনিয়র আউটডোর এসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ পেলেও সেখানে যোগদান করেননি।

ঝালকাঠি সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চল বংকুড়া গ্রামে বেড়ে ওঠা বিপ্রজিৎ মজুমদার সাংবাদিকদের  শুনিয়েছেন বিসিএসে উত্তীর্ণ, ভবিষ্যৎ স্বপ্ন, শিক্ষার্থীদের প্রতি তার পরামর্শের কথা। তার সাক্ষাৎকার নিয়েছেন বিএম কলেজ প্রতিনিধি জুনাইদ সিদ্দিকী।

সাংবাদিক : বিসিএসের প্রস্তুতি কবে থেকে শুরু করেন?
বিপ্রজিৎ মজুমদার: করোনার শুরুতে অর্থাৎ ২০২০ সালের প্রথম থেকে প্রস্তুতি শুরু করেছিলাম।

সাংবাদিক : বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি কীভাবে শুরু করেছিলেন?
বিপ্রজিৎ মজুমদার: প্রিলিমিনারি প্রস্তুতি বিষয়ভিত্তিক বই থেকে শুরু করেছি। তবে টিউশনি করানোর কারণে গণিত ও ইংরেজি বিষয়ে আগে থেকেই মোটামুটি ধারণা ছিল।

সাংবাদিক : এমন কোনো অভিজ্ঞতা বা কোনো ব্যক্তি কি আছেন, এ যাত্রায় আপনি যার থেকে অনুপ্রাণিত হয়েছেন?
বিপ্রজিৎ মজুমদার: অনুপ্রাণিত না তবে আকাঙ্ক্ষা থেকে যাত্রা শুরু। তবে কারো কথায় জেদ ধরে এ যাত্রায় সফল হতে পেরেছি।

সাংবাদিক : পাঠকদের উদ্দেশ্যে জেদ ধরার গল্পটা শেয়ার করা যায় কি?
বিপ্রজিৎ মজুমদার: আসলে এর পিছনে গল্প হলো প্রেমে ব্যর্থতা। আমি তার নামটা প্রকাশ করতে চাচ্ছি না। তবে তাকে প্রোপোজ করার পর যখন সে বলছিল, আপনার ক্যারিয়ার কি? তখন থেকেই মূলত জেদটা শুরু হয়। বলা যায়, ভালবেসে ব্যর্থ হয়ে এ যাত্রায় পথ চলা শুরু করেছি।

সাংবাদিক : আপনার এমন সফলতার পেছনে কার অবদান সবচেয়ে বেশি?
বিপ্রজিৎ মজুমদার: অবদান সবারই কম বেশি আছে। তবে কারো নাম উল্লেখ করতে চাচ্ছি না।

সাংবাদিক : স্কুল বা কলেজে উল্লেখযোগ্য এমন কোনো স্মৃতি আছে কিনা, যা আপনি আগে কখনো বলেননি।
বিপ্রজিৎ মজুমদার: এমন কোন বিশেষ স্মৃতি নেই, যা বলা হয়নি।

সাংবাদিক : শৈশবের সময়টা কীভাবে কেটেছে?
বিপ্রজিৎ মজুমদার: শৈশবে খেলাধুলা আর আড্ডাবাজি করে পার করেছি।

 

সাংবাদিক : আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
বিপ্রজিৎ মজুমদার: সৃষ্টিকর্তা যা দিছে তাতেই তার প্রতি কৃতজ্ঞ। তবে ইচ্ছে আছে প্রশাসন ক্যাডারে যাওয়ার। চেষ্টা করে দেখি সৃষ্টিকর্তা সহায় হয় কিনা।

সাংবাদিক : বিসিএসে আগ্রহী আপনার জুনিয়রদের উদ্দেশ্যে কি বলবেন?
বিপ্রজিৎ মজুমদার: চেষ্টা করলে আর কষ্ট করে ধৈর্য ধরলে সৃষ্টিকর্তা সহায় হলে সফলতা আসবেই। সেটা আজ বা কাল হোক।