
নিজস্ব প্রতিবেদক :: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঝালকাঠি বিএনপির ৮ নেতাকে অব্যাহতি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঝালকাঠির জেলার রাজাপুর উপজেলা বিএনপির ৮ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ।
মঙ্গলবার (৯ জানুয়ারি ) রাতে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন।
অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম কাজল শরীফ, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদ আল মামুন অভিক , যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া সুমন, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল করিম (বাবুল মৃধা), মহিলা বিষয়ক সম্পাদক নাজমুন নাহার পুতুল এবং সদস্য বাহাউদ্দীন বাচ্চু, টুটুল গাজী এবং আবুয়াল সায়েম চাঁন মিয়া।
সোমবার (৮ জানুয়ারি) ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন এবং সদস্যসচিব এ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।