ঢাকাশনিবার , ১৩ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপাশায় অবাধে চলছে ঝাটকা ইলিশের ক্রয় বিক্রয়

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১৩, ২০২৪ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

মো: মিজান হোসেন :: বরিশাল জেলার বাকেরগন্জ উপজেলার, ৫ নং দুর্গাপাশা ইউনিয়নের বিশারীকাঠি লঞ্চ ঘাটে প্রতিদিন সকাল ৬ টা ৩০ মিনিট থেকে ডাকে মাছ বেচা কেনা হয়ে থাকে। এখানে সকাল থেকে বিভিন্ন ধরনের জেলেরা এসে মাছ বিক্রি করে দিয়ে যায়, তারা তাদের দাদন নেয়া মহাজনের কাছে মাছ বিক্রির জন্য নিয়ে আসে, তারা বিক্রি করে তাদের কে টাকা দেয়, মহাজন বিক্রির শতকরা ৫ টাকা রেখে দেয়, এভাবেই প্রতিদিন সকালে মাছ বিক্রি করা হয়, কিন্তু এই যে মাছ বিক্রি করা হয়, বাকেরগন্জ উপজেলার কোন মৎস্য বা প্রশাসনের কেউ জানেনা, তারা তাদের মত করে ব্যবসা করতেছে। এবিষয়ে ঐ ডাকের সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন সিকদার, সহ-সভাপতি মোহাম্মদ মিরাজ হোসেন, তাদের কাছে বিষয়টি জানতে চাইলে তারা বলেন, আমরা প্রায় মাস খানেক হল, এই ডাকের সিষ্টেম করেছি, কোনো মৎস্য কমকর্তা বা প্রশাসন কাউকেই জানাইয়নি, আরো কিছু দিন পরে জানাবো বলে তারা মন্তব্য করেন, এত বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে প্রশাসনের অনুমতি ছাড়া চলতে পারে,

এ বিষয় সরসী তদন্ত কেন্দ্রের, পুলিশ পরিদর্শক মো: মাসুদকে জানানো হলে, তিনি কোনো ব্যবস্থা নেয়নি, সর্বশেষ বিষয়টি বাকেরগন্জ উপজেলা নির্বাহী অফিসার কে জানানো হয় , তিনি বলেছেন আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।