নিউজ ডেস্ক :: বাবা-মায়ের পর আমার অভিভাবক শেখ হাসিনা
বাবা-মায়ের পর আমার অভিভাবক হলেন, আমার নেত্রী শেখ হাসিনা।আমি ওনার কাছ থেকেই মানুষকে ভালোবাসতে শিখেছি। আমার ব্যক্তিগত অভিপ্রায় আমি নির্বাচন করব না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
সোমবার (১৫ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এবার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং এবং ভূমিদস্যু বন্ধে কাজ করব। কারা জড়িত এর সঙ্গে? পলিটিশিয়ান জড়িত আছে। হয়তো আমার কাছের কেউ জড়িত আছে। আমি কাউকে কেয়ার করি না।
তিনি আরও বলেন, সমাজের হোয়াইট কালার লোকেরা জড়িত আছে, পুলিশ জড়িত আছে- নয়তো বন্ধ হচ্ছে না কেন। এ কাজ করতে চাইছি শুধু আল্লাহকে খুশী করতে।