ঢাকাশুক্রবার , ২৬ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে মোবাইল কোর্টে ৫টি ইটভাটা গুড়িয়ে দেওয়াসহ দুই ভাটায় ৫ লাখ টাকা জরিমানা

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ২৬, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বানারীপাড়ায় ৫টি ইট ভাটায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে। ২৫ জানুয়ারী বৃহস্পতিবার দিনভর পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ ইকবাল হোসেনের নির্দেশনায় পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড ইনফোর্সমেন্ট উইং- এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা সুমি এ অভিযানের নেতৃত্ব দেন। এসময় পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক এ, এইচ, এম রাসেদ উপস্থিত ছিলেন। ”ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী। অভিযানে এ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, র‌্যাব-৮, বরিশাল জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও বরিশাল ফায়ার সার্ভিস সহযোগিতা করেন। অভিযান পরিচালনাকালে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ড্রাম চিমনীযুক্ত ৪)টি ও জিগজ্যাগ পদ্ধতির একটি মোট ৫টি ইটভাটার কিলন ও চিমনী ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং কাঁচা ইট সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ২টি ইটভাটা থেকে ৫লাখ টাকা জরিমানা আদায় হয়েছে। ইটভাটার কিলন ও চিমনী ভেঙ্গে গুড়িয়ে দেওয়া এবং কাঁচা ইট সম্পূর্ণ ধ্বংস করা ভাটাগুলো হলো উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামের হায়দার আলীর মেসার্স এবিবি ব্রিকস,মোতাহার আলী মোল্লার মেসার্স নুর ব্রিকস,মো. নুরুল ইসলামের মিহান ব্রিকস ও আল্লাহর দান ব্রিকস, সকিনা বেগমের মেসার্স শিরিণ ব্রিকস। এর মধ্যে , মো. নুরুল ইসলামের আল্লাহর দান ব্রিকসকে ২ লাখ ও সকিনা বেগমের মেসার্স শিরিণ ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। এদিকে অভিযোগ রয়েছে বানারীপাড়া উপজেলার সিহংভাগ ইটভাটা অবৈধভাবে তাদের কার্যক্রম চালাচ্ছে। পরিবেশ রক্ষায় সচেতনমহল এ অবৈধ ইটভাটাগুলোতেও অভিযান পরিচালনা করে বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন।