ঢাকারবিবার , ২৮ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল নগরীর চিহ্নিত মাদক ব্যবসায়ী কালু গাঁজাসহ আটক

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ২৮, ২০২৪ ১১:৪২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::  বরিশাল নগরীর চিহ্নিত মাদক ব্যবসায়ী কালু গাঁজাসহ আটক।

নগরীতে ৫০গ্রাম গাঁজাসহ মোঃ মেহেদী হাসান কালু ওরফে টিএনটি কালু (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ জানুয়ারি ) রাত সাড়ে ৯ টা দিকে নগরীর রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে করে তাকে আটক করা হয়।

গ্রেফতার কালু নগরীর ৯ নং ওয়ার্ডস্থ রসুলপুর কলোনীর বাসিন্দা মৃত ইয়াছিন মিয়ার ছেলে।

পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই রাহাতুল ইসলাম,এএসআই সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শনিবার রাত সাড়ে ৯ টার দিকে নগরীর ৯নং ওয়ার্ডস্থ রসুলপুর কলোনীর ২ নাম্বার গলিতে অভিযান চালিয়ে কালুকে আটক করে। এ সময় তাকে তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। কালুর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি এটিএম আরিচুল হক জানান- কালু নামের এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।