নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইভটিজিং-মাদক সেবন ও বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা।
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে পাঠদান চলাকালিন সময়ে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক সেবন ও ইভটিজিং করলেই আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষনাও দিয়েছেন কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড.আব্দুল কাইউম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সকল নির্দেশনার বিষয়ে জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- ক্যাম্পাসে পাঠদান চলাকালিন সময়ে শিক্ষক শিক্ষার্থী ও স্টাফ ব্যাতিত বহিরাগত কাউকে ঢুকতে হলে নিতে হবে কর্তৃপক্ষের অনুমতি। এছাড়াও ববি ক্যাম্পাসের ভিতরে শিক্ষার্থী বা বহিরাগতরা মাদক সেবন ও ইভটিজিং করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- মাদক সেবন ও ইভটিজিং’র সাথে জড়িতরা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থীও হয়ে থাকলে তাহলে তার দায়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিবে না। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।