ঢাকাশুক্রবার , ২ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সাজেকে আগুন, পুড়ে ছাই রিসোর্ট-দোকান : ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ২, ২০২৪ ১১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: সাজেকে আগুন, পুড়ে ছাই রিসোর্ট-দোকান : ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রের কংলাক পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গিয়েছে তিনটি রিসোর্ট, দুটি দোকান ও একটি বসত ঘর। বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার সার্কেল এএসপি আবদুল আওয়াল।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মধ্যরাত ১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

আগুনে পুড়ে যাওয়া রিসোর্টগুলো হচ্ছে– মেঘছোঁয়া রিসোর্ট, ফুরেংগি রিসোর্ট ও দুমদে রিসোর্ট।

আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি কটেজ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মধ্যরাতে হঠাৎ দুমদে রিসোর্টে আগুনের খবর পান তারা। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও কটেজ-রিসোর্ট মালিক সমিতির লোকজন ছুটে আসে। সকলের সম্মিলিত চেষ্টায় দুই ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সাজেক থানার সার্কেল এএসপি আবদুল আওয়াল বলেন, আগুনের বিষয়টি নিশ্চিত। পুলিশ আগুন লাগার সঠিক কারণ ও কোন ধরনের নাশকতা আছে কিনা সে বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে।