নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের হাটহাজারীতে পুকুর ভরাট করায় তৈয়ব আলী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের নন্দীরহাট এলাকায় এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাটহাজারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান। অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব এবং হাটহাজারী থানা পুলিশের একটি দল অংশ নেয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান বলেন, নন্দীরহাট এলাকায় একটি পুকুর ভরাট করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তৈয়ব আলী নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এসময় পুকুর ভরাটের বিষয়টি স্বীকার করায় ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।