ঢাকাসোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

যৌতুক গ্রহণ ও প্রদান করা কী অপরাধ, যৌতুক নিরোধ আইনে শাস্তির বিধান

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: যৌতুক গ্রহণ ও প্রদান করা কী অপরাধ, যৌতুক নিরোধ আইনে শাস্তির বিধান

সমাজে যৌতুক হলো একটি কঠিন সামাজিক রোগ। আমাদের সমাজে গরীব-ধনী সব পরিবারেই যৌতুক প্রথা বিদ্যমান। যৌতুকের জন্য নারী নির্যাতনের ঘটনা দিন দিন বেড়ে চলেছে। গ্রাম- শহর সব জায়গাতেই স্ত্রীরা স্বামীদের বা তাদের পরিবারের সদস্যদের দ্বারা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে, কখনো কখনো মারাও যাচ্ছে। একাধিক সন্তানসহ নারীকে প্রায়ঃশই ঘর সংসার হারাতে হয় যৌতুকের কারণে। বাংলাদেশে হত্যাকান্ডের শিকার নারীর বিরাট অংশই যৌতুকের বলি।

হিন্দু সম্প্রদায়ের ছেলে – মেয়েদের বিয়ের মৌসুম চলছে। দেশে যৌতুক বিরোধী আইন রয়েছে তাই সকল অভিভাবকদের কাছে উদাতও আহ্বান রইলো, যৌতুক বিরোধী আইনকে শ্রদ্ধা এবং সন্মান জানিয়ে যৌতুক লেনদেন থেকে বিরত থাকার জন্য। আমাদের প্রচলিত আইন যৌতুক প্রথা সমর্থন করে না। আমাদের মনে রাখতে হবে, যে যৌতুক গ্রহণ করে এবং যে যৌতুক দেয় উভয়ই আইনের চোখে সমান অপরাধী।

প্রশ্ন ১: যৌতুক গ্রহণ ও যৌতুক প্রদান কি অপরাধ?
উত্তর: আইনের চোখে যৌতুক গ্রহণ ও যৌতুক প্রদান দুটোই অপরাধ।

প্রশ্ন ২: যৌতুকের জন্য স্ত্রীর মৃত্যু ঘটালে বা সাধারণ অথবা মারাত্মক জখম করলে কি শাস্তি হতে পারে?

উত্তর: আইন অনুযায়ী,
যৌতুকের জন্য স্ত্রীর মৃত্যু ঘটালে স্বামীর মৃত্যুদন্ড হতে পারে এবং মৃত্যু ঘটানোর চেষ্টা করলে যাবজ্জীবন কারাদন্ড হবে এবং উভয়ক্ষেত্রে অতিরিক্ত অর্থদন্ড হবে।
যৌতুকের জন্য মারাত্মক জখম করার শাস্তি হচ্ছে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড অথবা সর্বোচ্চ ১২ বছর কিন্তু সর্বনিম্ন ৫ বছর সশ্রম কারাদন্ড এবং উক্ত দন্ডের অতিরিক্ত অর্থদন্ড।
যৌতুকের জন্য সাধারণ জখম করলে তার জন্য ১ থেকে ৩ বছর সশ্রম কারাদন্ড এবং উক্ত দন্ডের অতিরিক্ত অর্থদন্ড।

প্রশ্ন ৩: যৌতুকের জন্য নির্যাতিত হলে কি করা যায়?
উত্তর:আদালতে যৌতুক আইনে মামলা দায়ের করতে হবে অথবা আইন সহায়তাকারী সংগঠন সমূহের সাথে যোগাযোগ করতে হবে।

প্রশ্ন ৪: দেনমোহরকে কি যৌতুক বলা যাবে?
উত্তর: না, দেনমোহরকে কখনোই যৌতুক বলা যাবে না।

যৌতুক নিয়ে বিয়ে করা মানে ভিক্ষা করা তাই আসুন আমরা যৌতুক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলি।