ঢাকামঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হত্যার চেষ্টা  : একই পরিবারের আহত, ৫

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১৪, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগের পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার কাঠালতলী এলাকায় জমি বিরোধের জের ধরে বাবা ও ছেলে সহ পরিবারের পাঁচজন কে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

গত শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে কাঁঠালতলীর নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই এলাকার দিনমজুর আব্দুর রশিদ খান ও আব্দুর রশিদ খানের ছেলে শহীদ খান। শহিদের স্ত্রী জান্নাতুল বেগম, মা শাহানুর বেগম ভাইয়ের স্ত্রী মীম। এদের মধ্যে গুরুতর
অবস্থায় আব্দুর রশিদ ও শহীদকে বরিশাল শেরে বালা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এবং অন্যান্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক চিকিৎসা নেয়।
আহত শহীদ খান জানান, দীর্ঘদিন ধরে শহীদ খান ও তার পরিবারের সাব-কবলা জমি জোরপূর্বক জবরদখল করে নেয় প্রতিপক্ষ মৃত হাতেম খানের ছেলে শাহিন , মঞ্জু খান, হারুন খান, বাবুল খান সহ তাদের গংরা।
বিষয়টি নিয়ে শহীদ খান ও তার পরিবারের লোকজন স্থানীয় গণ্যমান্য, ব্যক্তিদের জানালে প্রতিপক্ষরা আরো ক্ষিপ্ত হয়ে যায়। এমনকি জমি দখল করতে প্রায় সময় বিভিন্নভাবে খুন জখমের হুমকি দেয়।

ঘটনার দিন শুক্রবার জমি দখল নিয়ে প্রতিবাদ করাকে কেন্দ্র করে মঞ্জু খান, রুবেল খান, হারুন খান, রাকিব খান, সহ ১০/১২ জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় আব্দুর রশিদ খান কে এলোপাতাড়িভাবে পিটিয়ে কুপিয়ে হাত ভেঙে দেয়। এ সময় আব্দুর রশিদের ছেলে শহীদ খান এবং শহীদের স্ত্রী জান্নাতুল বেগম, মা শাহানুর বেগম, ভাইয়ের স্ত্রী মিম বেগম তাহলে তাদেরকে রক্তাক্ত জখম করেন মন্টু খান সহ অন্যান্য সহযোগীরা। আহতের পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।