ঢাকাশনিবার , ৯ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সরকারের সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যে লাগামহীন: মির্জা আব্বাস

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ৯, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: সরকারের সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যে লাগামহীন: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘জনগণকে কষ্ট দিতেই ক্ষমতায় টিকে আছে সরকার। মানুষের প্রতি দায়বদ্ধতা না থাকায় এমনটা করছে তারা। সরকারের সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগামহীন। জনগণের পকেটের টাকা লুটে নিতেই বিদ্যুৎ-গ্যাস ও জ্বালানির দাম বারবার বৃদ্ধি করছে ক্ষমতাসীনরা।

শনিবার নয়াপল্টনে বিদ্যুৎ ও গ্যাসসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত লিফলেট বিতরণ ও গণসংযোগপূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, ‘এই সরকারকে পতন ঘটাতে ঐক্যের বিকল্প নেই। তাই যেকোনো পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতাকর্মীরা এত কিছুর পরও মনোবল হারায়নি।তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় যুদ্ধ করতে প্রস্তুত। ’
কারাগারে বিএনপির নেতাকর্মীদের নির্যাতন চালানো হচ্ছে দাবি করে বিএনপির এই নেতা আরও বলেন, বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতেই পূর্ব পরিকল্পনা সাজিয়েছিল সরকার। তাই ভোটের আগে বেছে বেছে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার শুরু করা হয়। এ পরিকল্পনা আমরা বুঝতে পারিনি।