ঢাকারবিবার , ১৭ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ১৭, ২০২৪ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

চলছে পবিত্র রমজান মাস। এরপরই উদযাপিত হবে মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এবার কোন তারিখে ঈদ পড়বে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে; এরই মধ্যে সম্ভাব্য সেই তারিখ ঘোষণা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রোববার (১৭ মার্চ) সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, এবার অর্থাৎ ২০২৪ সালে পবিত্র ঈদুল ফিতর পড়তে পারে ১০ এপ্রিল, বুধবার।

আমিরাতি অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ানের মতে, এবার শাওয়াল মাসের প্রথম দিনটি পড়তে পারে ১০ এপ্রিলে। এর অর্থ হলো- মুসলমানরা এবার ৩০টি রোজা রাখবেন।গালফ নিউজের প্রতিবেদন বলছে, ‘কাকতালীয়ভাবে’ শাওয়াল মাসের চাঁদের জন্ম আগামী ৮ এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণের ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।