ঢাকাশনিবার , ১১ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের সাবেক এমপি জাহিদ ফারুক শামীমের ঘনিষ্ঠ অনুসারী রাজিবের অবস্থা আ*শংকা*জনক

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১১, ২০২৫ ১২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::  বরিশালের সাবেক এমপি জাহিদ ফারুক শামীমের ঘনিষ্ঠ অনুসারী রাজিবের অবস্থা আ*শংকা*জনক।

নগরির মুসলিম গোরস্থান রোড়ে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত শাহরিয়ার সাচিব রাজিবের অবস্থা এখনও আশংকাজনক। গতকাল বেলা ১১টা ২৫ মিনিটে রাজিবের শরীরে অস্ত্রপচারের জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালের ওটিতে নেয়া হয়। প্রথম দফায় তার শরীরের ক্ষতস্থানে টানা ৩ঘন্টা অস্ত্রপচারের পর বিকেল পৌনে তিনটায় দ্বিতীয় দফায় অর্থপেডিক্স অপারেশন ওটিতে নেয়া হয়। এখনো তার অবস্থা সর্বোচ্চ শংকাজনক অবস্থায় রয়েছে।
বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে গোরস্থান রোডের কাসেমাবাদ খানকা মোড়ে রাজিবকে নির্মমভাবে কোপানো হয়।

রাতেই তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়।
রাজিবের দুই হাত ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে নির্বিচারে কোপানো হয়েছে। এতে ক্ষত স্থানের একাধিক রগ কাটা পড়েছে। রাত থেকে সকাল পর্যন্ত তার প্রচুর রক্তক্ষরন হয়েছে। অপারেশনের আগে তাকে একাধিকবার রক্ত দেয়া হয়। এদিকে তার শরীরে ডায়াবেটিস অস্বাভাবিক বেড়ে যাওয়ায় অপারেশন শুরু করতে বিলম্ব হয়। ঢাকা এভারকেয়ার হাসাপাতালের বিশেষজ্ঞ তিনটি টিম একযোগে কাজ করে যাচ্ছেন এ রিপোর্ট লেখা পর্যন্ত।

আহত শাহরিয়ার সাচিব রাজিব বরিশালের ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

এদিকে রাজিবের উপর হামলার ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উচ্চ পর্যায়ের কর্মর্তারা এই ভিডিও ফুটেজ একাধিকবার পর্যবেক্ষন করেছেন। নির্ভরযোগ্য সূত্র বলছে আসামিদের চিহ্নিত করা গেছে। এদের ধরার জন্য একাধিক টিম মাঠে নেমেছে। ভিডিও ফুটেজে দেখা যায়- রাত১০টা ৮ মিনিট ৫২ সেকেন্ডের সময় রাজিব তার বাসার কিছুদূর দক্ষিণে কাছেমাবাদ খানকার অদূরে মোড় ঘোরার সময় তিনজন তাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া দেয়। এসময় দৌঁড়ে পালাতে গিয়ে রাজিব মোড়ের কাছে একটি দোকানের সামনে পা পিছলে পড়ে যায়। সন্ত্রাসীরা তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং কাল ক্ষেপন না করে কোপাতে শুরু করে। অবস্থা দেখে মনে হচ্ছিলো সন্ত্রাসিরা অনেকক্ষন থেকে রাজিবের জন্য ওৎ পেতে ছিলো। হামলায় বিপর্যস্ত রাজিব বাঁচাও বাঁচাও বলে বহুবার চিৎকার করলেও বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। পরে সন্ত্রাসিরা চলে গেলে কয়েকজন পথচারি রাজিবকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়।