![](https://ajkercrimetimes.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ভাগ্নের লাঠির আঘাতে মামা খুন
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের সময় ভাগ্নের লাঠির আঘাতে মামা নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার তর ইলিশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিস খা (৪৫) ওই গ্রামের রুস্তুম আলী খানের ছেলে। আপন বোনের ছেলে ভাগ্নে রিপন বেপারী (২৮) একই গ্রামের বাসিন্দা শাহজাহান বেপারীর ছেলে।
উপজেলার দড়ির চর খাজুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মকিম তালুকদার বলেন, পারিবারিক কলহে ভাগ্নের লাঠির আঘাতে মামার মৃত্যু হয়েছে। কোন বিষয়ে এ কলহের সৃষ্টি হয়েছে, তা নিয়ে কেউ কিছু প্রকাশ করেনি।
বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বলেন, ‘দুপুর দেড়টার দিকে পারিবারিক কলহ হয়। এ সময় ভাগ্নে রিপন লাঠি দিয়ে মামা আনিস খা মাথায় সজোরে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। হাসপাতালে পৌঁছানোর আগে মারা যায় সে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’