মোঃ কাওছার হোসেন, উজিরপুর প্রতিনিধি :: বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতায় আদালতের নির্দেশে প্রকৃত মালিককে জমি দখল বুঝিয়ে দিলেন এ্যাডভোকেট কমিশনার তৌহিদুল ইসলাম সোহেল ও উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান। ১৬ মে বৃহস্পতিবার উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান এর সার্বিক সহায়তায় বিরোধীয় জমির পরিমাপ করে প্রকৃত মালিককে জমি দখল বুঝিয়ে দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার চৌকস পুলিশের টিম, সাংবাদিক ও সংশ্লিষ্টরা। উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রমেন পারুয়া আদালতে মামলার রায় অনুযায়ী ডিগ্রি মূলে ৬২ শতাংশ জমির মালিক হন। এরপর আদালতের নির্দেশে রমেন পারুয়াকে উক্ত জমি দখল বুঝিয়ে দিলেন এ্যাডভোকেট কমিশনার। এ ব্যাপারে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান জানান, আদালতের নির্দেশ অনুযায়ী প্রকৃত মালিককে জমি দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।