ঢাকারবিবার , ২৬ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ২৬, ২০২৪ ১২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

 

বরিশালের উজিরপুরে প্রাইভেটকারের ধাক্কায় যোহন বেপারী (৫৫) নামের ভ্যানগাড়ির এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় ভ্যানগাড়ি চালকসহ আরও ৩ জন আহত হয়েছেন।

শনিবার (২৫ মে) সকাল ৭টায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার নতুন শিকারপুর সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত যোহান উপজেলার ধামসর গ্রামের নির্মল বেপারীর ছেলে। আহতরা হলেন- বামরাইল ইউনিয়নের মুগাকাঠী গ্রামের হোসেন ঢালীর ছেলে ভ্যানগাড়ি চালক আঃ জলিল ঢালী (৫০), ওই এলাকার যাত্রী হামেদ গোমস্তার ছেলে শামীম গোমস্তা (৫০) ও শহিদ মোল্লার ছেলে সুমন মোল্লা (২৫)।

সূত্রে জানা যায়- ভ্যানগাড়ি চালক আঃ জলিল ঢালী যাত্রী নিয়ে ধামসর বাজার থেকে ইচলাদী বাসস্ট্যান্ড অভিমুখে যাচ্ছিলো সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছামাত্র ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী টয়োটা প্রিমিও মেরুন রঙের (ঢাকা মেট্রো-গ, ৩৯-৮৮৭৯) প্রাইভেট কার ভ্যানগাড়িটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। প্রাইভেট কারের সামনের বাম পাশের চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনা ঘটে। এতে ভ্যানগাড়ির সকল যাত্রী রাস্তার উপর ছিটকে পড়ে সকলেই যাত্রী গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক যোহন বেপারীকে মৃত ঘোষনা করেন এবং গুরুতর আহত ভ্যান চালক জলিল ঢালীকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এছাড়া আহত শামীম গোমস্তা ও সুমন মোল্লা উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি, তবে প্রস্তুতি চলছে।