নিজস্ব প্রতিবেদক :: ভোলায় পায়ুপথে ১ হাজার পিস ইয়াবা নিয়ে দরবেশ বাবা আটক
ভোলায় পায়ুপথে ইয়াবা রেখেও শেষ রক্ষা হলো না মো. শাজাহান (৫০) নামের এক মাদক পাচারকারীর। শুক্রবার (৭ জুন) জেলার সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়। তিনি পায়ুপথে ১ হাজার পিস ইয়াবা বহন করছিলেন। আটক শাজাহান চরফ্যাশন উপজেলার জিন্নাগড় এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, আটক শাজাহান ২০টি কনডমের ভেতর প্রায় এক হাজার পিস ইয়াবা বহন করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ইলিশা লঞ্চঘাট থেকে পুলিশ তাকে আটক করে। পরে তাকে হাসপাতালে নিয়ে ওয়াশ করার মাধ্যমে ইয়াবার চালান বের করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সাইবারক্রাইম) আছাদুজ্জমান জানান, এমন ঘটনা ভোলায় এই প্রথম। বিষয়টি নিয়ে তাদের টিম নতুন করে মাদক উদ্ধার অভিযানের সূত্র খুঁজছেন। চরফ্যাশনে একটি চক্র এই মাদক চালানের সাথে জড়িত রয়েছে। তারাই শাহাজানকে ব্যবহার করছে।