নিজস্ব প্রতিবেদক :: বরগুনায় ভোটগ্রহণে অনিয়মের অভিযোগে প্রিজাইডিং অফিসারসহ আটক ৩
ভোটগ্রহণে অনিয়মের দায়ে বরগুনার পাথরঘাটার আমড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে এক সহকারী প্রিজাইডিং অফিসার ও দুই পোলিং অফিসারকে আটক করা হয়েছে।রোববার (৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের কর্তব্যরত অবস্থায় আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আটক কর্মকর্তারা হলেন: পাথরঘাটা কে এম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও আমড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার জাকির হোসেন খান, পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের জালিয়াঘাটা এসইএসডিপি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আমড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পোলিং অফিসার ঝুমুর রানী বিশ্বাস এবং পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আমড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পোলিং অফিসার রবিউল করিম।এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান জানান, ভোটগ্রহণে কর্তব্যরত এ তিন কর্মকর্তা এক ভোটারকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের ব্যালট দেননি। ভুক্তভোগী ওই ভোটার বিষয়টি তাকে অবহিত করেন। পরে যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ কারণে তাদের আটক করা হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনকে অবগত করা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।