ঢাকাবৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মাদবপাশায় হত্যা চেষ্টায় হামলার ঘটনায় সন্ত্রাসী ধীরেন কারাগারে

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ১৩, ২০২৪ ১০:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: মাদবপাশায় হত্যা চেষ্টায় হামলার ঘটনায় সন্ত্রাসী ধীরেন কারাগারে।

বরিশাল এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা এলাকার ব্যাপটিস্ট পাড়া চার্জের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে তিনজনকে কুপিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
আহতরা হলো, মৃত বিজয় অধিকারের ছেলে জসিম অধিকারী, জসিমের ছেলে অমিত অধিকারী এবং জসিমের স্বজন মাইকেল অধিকারী, এছাড়া আরো আহত হয়েছে।
গত আট জুন শনিবার আহত জসীমউদ্দীন বাদী হয়ে নামধারী ১১ জনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলো, নিবারণ অধিকারীর ছেলে ধীরেন অধিকারী, এবং তাদের স্বজন রবিন অধিকারী, রনি অধিকারী, রাথিন অধিকারী, রুবেল অধিকারী, লিটন অধিকারী, খোকন অধিকারী, প্রিয় অধিকারী, সিয়ন অধিকারী, চন্দন অধিকারী ও শিখা অধিকারী।
১২ জন বুধবার সকল আসামিরা বরিশাল বিজ্ঞ চীফ মেট্রোপলিটন আমলী আদালতে জামিনের আবেদন করলে আদালত ১ নং আসামী ধীরেন অধিকারীর জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করেন এবং অন্যান্য আসামিদের জামিন মঞ্জুর করে।
বাদী জসীম জানান, দীর্ঘদিন ধরে জসিম ও তার পরিবারের সাথে জমি জমা নিয়ে আসামিদের সাথে পূর্ব শত্রুতা চলে আসছে,। গত আট জুন বিকেলে ব্যাপ্টিস্ট পারা চার্জে কমিটি নিয়ে আলোচনা চলে। সেখানে তুচ্ছ বিষয় নিয়ে আহতদের সাথে আসামিদের দ্বন্দ্ব হয়। এরই জের ধরে একপর্যায়ে ধীরেন অধিকারী সহ অন্যান্য সকল আসামিরা হত্যার চেষ্টায় জসিম, অমিত ও মাইকেল কে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
এদিকে বাদি জসিম আরো জানান, আসামিরা জামিন পেয়ে এলাকায় এসে তাদেরকে বিভিন্ন ভয়-ভীতি সহ প্রাণ নাশের হুমকি দেয়। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে।