নিজস্ব প্রতিবেদক :: বরিশালে পথশিশুদের মাঝে এএসআই রুমা পারভিনের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার নারী ও শিশু ডেস্কে দায়িত্বরত এএসআই রুমা পারভিন থানায় যোগদানের পর থেকেই অসহায়, দুস্থ, গরিব, ভারসাম্যহীন নারী-পুরুষ ও পথ শিশুদের নিয়ে কাজ করে আসছেন। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১৩ জুন) ৫০ জন পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন তিনি।
এএসআই রুমা পারভীন বলেন, গ্রাম বাংলা উন্নয়ন কমিটি নামের বেসরকারি একটি সংস্থা নিয়ে শিশুদের জন্য কাজ করে আসছেন তিনি। তার এই কাজের গতি বৃদ্ধি করতে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী থানার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ( দক্ষিণ) মো: ফজলুল করিম।
তিনি আরও বলেন, আমি তাদের পথশিশু বলতে চাই না কারণ কথাটা পথশিশু নয়। তারা হলো সমাজের সুবিধা বঞ্চিত শিশু। দীর্ঘদিন যাবত এই সুবিধা বঞ্চিত শিশুদের জন্য আমি কাজ করার চেষ্টা করে আসছি।
এএসআই রুমা পারভীন বলেন, বরিশালে পিতা-মাতা ও ঘর বাড়িহীন প্রায় ৫০ জন শিশু বসবাস করে। তাদের জীবন মান উন্নয়নে সকলের মানবিক সহায়তা নিয়ে পাশে থাকা উচিত। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে সুবিধা বঞ্চিত শিশুদের কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব।